কেমন আছেন সবাই ??? আশাকরি ভাল আছেন। বরাবরের মত এবারেও এটি ব্লগার টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনাদের সাথে আমি খুব ভাল সুন্দর একটি জিনিষ শেয়ার করবো।আমরা সবাই কম বেশি ব্লগার বা ব্লগস্পট ব্লগ চালাই। এই ব্লগ সুন্দর করতে আমাদের অনেক দরকারী গেজেট যুক্ত করতে হয়। সেই রকম একটি ভাল গেজেট এটি। ব্যবহার করতে পারেন। আর যাদের দরকার নেই তার txt ফাইলে সংরক্ষন করে রাখবেন যাতে দরকারের সময় কাজে লাগে। তাহলে আসুন শুরু করি :
****ও আরেকটি কথা কাজটি করার আগে একবার DEMO দেখে নিন। ভাল লাগলে এবার আপনিও নিয়ে নিন।
- প্রথম blogger এ লগিন করুন এরপর Layout এ চলে যান এবং পরে Add a gadget
- এইবার HTML/Javascript সিলেক্ট করুন
- তার পর নিচের কোডটুকু HTML/Javascript এ ফাকাঁ স্থানে পেষ্ট করুন<script charset=”Shift_JIS” src=”http://chabudai.sakura.ne.jp/blogparts/honehoneclock/honehone_clock_tr.js”></script>কাজ শেষ এইবার আপনার ব্লগ দেখুন।
Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Post a Comment