সাইটে ভিজিটর কম হওয়ার ৪ টি কারন ও তার সমাধান


ওয়েব সাইটের জন্য ভিজিটর হল প্রাণ । ভিজিটর ছাড়া ওয়েব সাইট বিশেষ করে ব্লগিং সাইটের কোন মূল্য নেই । ভিজিটর আনার ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় জানা প্রয়োজন । সবথেকে বেশি ক্ষতি গ্রস্থ হয় নতুন ব্লগার সাইটের মালিকরা । ভাবুনতো একবার, সাইটে যদি ভিজিতরই না আসে তবে এমন সাইট দিয়ে কি হবে। আর সাইট থেকে আয় করতে হলে অবশ্যই ভিগিতর বেশি থাকতে হবে।
আমরা সব সময় কিছু ভুল করি । যার জন্য আমাদের কিছু পাওয়া থেকে বঞ্চিত হতে হয় । এমনই ৪ টি গুরুত্ব পূর্ণ ভুল ও এর সমাধান নিয়ে এখন আলোচনা করব ।
১। অকারনে পার্মালিংক চেঞ্জ করা
পারমালিঙ্ক একটা ওয়েব সাইটের জন্য খুবই গুরুত্ব পূর্ণ । পারমালিঙ্ককে সার্চ ইঞ্জিন ইনডেক্স করে । তাই যখন পারমালিঙ্ক পরিবর্তন করা হয় তখন আবার নতুন পারমালিঙ্ক গুলো সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয় । এতে ভিজিটরগন সঠিক পারমালিঙ্ক খুঁজে পেতে সমস্যা অনুভব করে । তাই, পারমালিঙ্ক পরিবর্তন না করাই ভালো । আর যদি পরিবর্তন করতেই হয় তবে পার্মালিংকে মাইগ্রেট করার প্লাগিন ব্যবহার করতে হবে ।
২ । রোবট.টেক্সট ফাইল
robot.text ফাইল একটি সাইটের সকল লিংক বা উপাদানকে সহজেই সার্চ ইঞ্জিনে ইনডেক্স করতে সাহায্য করে । তাই robot.txt ফাইলকে সঠিক নিয়মে সাজাতে হবে। এমন কোন কাজ করা যাবে না যা সার্চ ইঞ্জিকে বাঁধা দেয় । এক্ষেত্রে কখনও অযথা কোন ফাইল বা পেজকে ডিএক্তিভেট করে রাখা উচিত নয় ।
৩ । সাইটের থিম পরিবর্তন
ভিজিটররা প্রথমেই সাইটের ডিজাইন দেখে তারপর কন্টেন্ট দেখে । তাই সাইটের ডিজাইন বা থিম টি খুব আকর্ষণীয় করা উচিত । অযথা সাইটের থিম পরিবর্তন করা ঠিক নয় । এতে সাইট সম্পর্কে ভিজিটরদের খারাপ ধারনা আসে । তাই সাইটের ডিজাইন হতে হবে ভিজিটরদের ব্যবহার উপযোগী ।
৪ । বেশি এড ব্যবহার
সবাই চায় তার সাইট থেকে কিছু আয় হোক । কিন্তু ভিজিটর যেন কখনও বুঝতে না পারে, শুধু আয়ই সাইটের মূল উদ্দেশ্য । সাইটে তাই পপ আপ (Pop up) বিজ্ঞাপন বা সাইট ওপেন হওয়ার সময়ই বিজ্ঞাপন আসে এমন কোন কিছু করা যাবে না । এতে ভিজিটরদের মনে সাইট সম্পর্কে খারাপ ধারনা আসে । তাই বিজ্ঞাপন হবে আকর্ষণীয় ও ভিজিটরদের গ্রহণযোগ্য ।
নতুন ব্লগারদেরই এ জাতীয় সমস্যা বেশি হয় । তাই , উপরের বিষয় গুলো মাথায় রেখে সাজিয়ে নিন আপনার সাইটকে আর সাফল্যকে ছিনিয়ে আনুন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে জানাবেন ।
Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD WEB DESIGN BANGLA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger