শুরু করুন আপনার ওয়েব তৈরি--------পর্ব-5 (পর্ব-৫: সেটিংস পরিচিতি-২)


আগের পর্বগুলোতে আমরা আমরা ব্লগ তৈরি , পোস্টিং এডিটর পরিচিতি এবং সাথে  গত পর্বে আমরা সেটিং এর অন্তর্গত তিনটি অপশানের সাথে পরিচিত হয়েছিলামআজ আমরা বাকীগুলোর সাথে পরিচিত হবএগুলো হল

·                       Comments
·                       Archiving
·                       Site Feed
·                       Email & Mobile
·                       OpenID
·                       Permission
  

Comments:

Who Can Comments:
আপনার ব্লগে ভিজিটরদের করা মন্তব্যসমুহ ব্লগে প্রদর্শন করতে চান নাকি হাইড করে রাখতে চান তা এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেনএখানে মোট চারটি অপশান দেখতে পাবেনআপনার ব্লগে কারা মন্তব্য করতে পারবেন সেটি এগুলোর মাধ্যমে ঠিক করে দিতে পারেনএগুলো হলঃ
·                       Anyone - includes Anonymous Users – রেজিস্ট্রেশানবিহীন যে কাউকে মন্তব্য করার অনুমতি দেয়ার জন্য এটিতে ক্লিক করতে পারেনতখন কমেন্টকারী জিমেইল, LiveJournal,Wordpress,টাইপপ্যাড,AIM,OpenID ছাড়াও নাম বা নামবিহীনভাবে যেকোন URL ব্যবহার করে মন্তব্য করতে পারবেন
·                       Registered Users - includes OpenID – এই অপশানটি সিলেক্ট করে দিলে আপনার ব্লগে শুধুমাত্র জিমেইল, Live Journal, WordPress,টাইপপ্যাড,AIM, OpenID এর রেজিস্টার্ডরা ব্লগে মন্তব্য করতে পারবেনওপেনআইডি এর ব্যাপার নিচে পরে আলোচনা করব
·                       Users with Google Accounts – শুধুমাত্র জিমেল ব্যবহারকারীদের মন্তব্য করার সুবিধা দিতে চাইলে এই অপশানের সাহায্যে তা ঠিক করে দিতে পারেন
·                       Only members of this blog – এটি নির্বাচন করলে শুধুমাত্র আপনার ব্লগের রেজিস্টার্ড ব্লগাররা আপনার ব্লগে মন্তব্য করতে পারবে
Comment Form Placement: আপনার ব্লগে মন্তব্য করার জন্য নির্ধারিত বক্সটি কি আকারে দেখতে চান সেটি এই অপশানের মাধ্যামে ঠিক করে দিতে পারেনযদি পুরো পৃষ্ঠাজুড়ে মন্তব্যবক্সটি প্রদর্শন করতে চান তাহলে Full Page এ সিলেক্ট করুনযদি মন্তব্যবক্সটি পপ-আপ উইন্ডো আকারে দেখাতে চান তাহলে Pop-up window তে সিলেক্ট করুন আর যদি টেকটিউন্স এর মতো পোস্টের নিচে প্রদর্শিত করতে চান তাহলে Embedded below post টি সিলেক্ট করুন
Comments Default for Posts: 
নতুন পোস্টসমুহে মন্তব্য গ্রহন করতে চান নাকি চান না সেটি এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেননতুন পোস্টসমুহ নির্ধারণ হবে আপনার আর্চিভ এর ধরন অনুযায়ী
Backlinks: 
আপনার পোস্টের মন্তব্যে করা ব্যাকলিঙ্ক সমুহ প্রদর্শন করতে চান নাকি হাইড করে রাখতে চান তা এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারবেনআমার মতে এটি প্রদর্শন করাই ভালএতে ব্লগের ভিজিটর সংখ্যা বাড়েব্যাকলিঙ্ক এর গুরুত্ব বা ব্যাকলিঙ্ক সম্পর্কে না বুজলে জিন্নাতুল হাসান ভাইয়ের ব্লগ এর এই পোস্টটি পড়ে দেখতে পারেন অথবা এখানে দেখতে পারেন
Backlinks Default for Posts: 
নতুনপোস্ট সমুহের মন্তব্যে ব্যাকলিঙ্ক প্রদর্শন করতে বা হাইড করতে এই অপশানের সাহায্য নিন
Comments Timestamp Format: 
মন্তব্যে প্রদর্শিত সময়সূচীর স্টাইল আপনার পছন্দমত এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেন
Comment Form Message: 
এইখানে দেয়া বক্সটিতে আপনি মন্তব্যকারীদের উদ্দেশ্যে মন্তব্য করার গাইডলাইন বা আপনার পছন্দানুযায়ী যেকোন কিছু লিখে দিতে পারেন যা মন্তব্য করার বক্স এর উপরে প্রদর্শিত হবে
Comment moderation: 
আপনি যদি আপনার ব্লগে করা মন্তব্যসমুহ মডারেট করতে চান তাহলে এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেনসেক্ষেত্রে নিচে Email address এর ঘরে যে মেইল এড্রেস দিবেন সেটিতে আপনার ব্লগে করা মন্তব্যসমুহ পৌছে যাবে এবং সেখান থেকে আপনি মন্তব্যসমুহ নির্বাচন করতে পারবেনযদি সবসময় মন্তব্য মডারেশান করতে চান তাহলে Always নির্বাচন করুনযদি শুধুমাত্র আপনার দেয়া নির্দিষ্ট দিনের আগের পোস্টসমুহে মডারেশান করতে চান তাহলে পরের অপশানটি নির্বাচন করুনআর কোনো মডারেশান করতে না চাইলে শেষের Never টি নির্বাচন করুন
Show word verification for comments? : 
আপনার ব্লগের মন্তব্য করার সময় ওয়ার্ড ভেরিফিকেশান বা ক্যাপচা এনাবল করতে চান নাকি চান না তা এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেনসাইটের নিরাপত্তা রক্ষার্থে এবং স্প্যাম মন্তব্য থেকে দূরে থাকতে এটি এনাবল করে দিন
Show profile images on comments?: 
মন্তব্যকারীর প্রোফাইল পিকচার প্রদর্শন করতে চাইলে Yes আর না চাইলে No নির্বাচন করুন
Comment Notification Email: 
এখানে দেয়া বক্সে যে ইমেল ঠিকানা দিবেন সেটিতে আপনার ব্লগে করা মন্তব্য এর নোটিফিকেশান চলে যাবেনা দিতে চাইলে খালি রাখুন
এবার SAVE SETTINGS এ ক্লিক করুন

Archiving:




 
এই অপশানের মোট দুটি সেটিংস দেখতে পাবেনপ্রথমটি হল Archive Frequency অর্থা আপনার পোস্টসমুহের আর্চিভ ভান্ডার সপ্তাহিক না মাসিক হিসেবে সাজাতে চান সেটি ঠিক করে দেয়াআর্চিভ না রাখতে চাইলে No Archive নির্বাচন করুন দ্বিতীয়টি হচ্ছে Enable Post Pages? এটি Yes করে দিনএটি No করে দিলে আপনার প্রতিটি পোস্ট আলাদা ইউনিক পৃষ্ঠায় খুলবে না বরং একই পৃষ্ঠায় অর্থা প্রথম পৃষ্ঠায় খুলবে এটি NO করে দিলে উপরে Comment Form Placement এ বর্ণিত Embedded below post টি কার্যকর হবে না

Site Feed:



এখানে প্রথমেই দেখতে পাবেন Switch to: Advanced Mode অপশানযারা ব্লগারে অভিজ্ঞ এটি তাদের জন্য প্রযোজ্য
এরপরেরটি হচ্ছে Allow Blog Feeds এটি FULL করে দিন অর্থা এখন আপনার ব্লগের সমস্ত কন্টেন্ট ব্লগসার্চ ইঞ্জিনে পাওয়া যাবেযদি Short  করে দেন তাহলে প্রথম ৪০০ শব্দ ইনডেক্স করা হবেএছাড়া Until Jump Break ব্যবহার করলে যতটুকু পর্যন্ত এই ট্যাগ ব্যবহার করেছেন ততটুকুর কন্টেন্ট সার্চিইঞ্জিনে পাওয়া যাবেNone করে দিলে কোনো কিছুই ইনডেক্স হবে নাএর পরেরটি Post Feed Redirect URL টির জন্য Feed burner এর ফিড বার্ন করে তার URL দরকার হবেএটি আপাতত খালি রেখে দেন পরবর্তীতে ফিড বার্নারে ফিড বার্ন করে কিভাবে বিস্তারিত আলোচনা করবসর্বশেষটিPost Feed Footerএটি খালি রেখে দিনব্লগারে,এডসেন্সে আরো এক্সপার্ট হলে এটি আপনি নিজেই বুজবেন

Email & Mobile:





এখানে অন্তর্গত দুটি সেটিংস এর প্রথমটি হল Email Notification.এখানে দেয়া BlogSend Address বক্সটির মধ্যে সর্বোচ্চ ১০ ইমেল ঠিকানা সেভ করে রাখতে পারেন যেগুলোতে নতুন পোস্ট পাবলিশ হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশান পৌছে যাবে১০ টি ঠিকানা একত্রে লিখতে পাশাপাশি কমা চিহ্ন (,)ব্যবহার করুন
পরেরটি হল Posting Option এটির দেয়া দুটি অপশানের Email Posting Address  Mobile Devices মাধ্যমে আপনি ব্লগারে লগিন না করে ইমেল পাঠিয়ে বা মোবাইলের মাধ্যমে ব্লগে পোস্টিং করতে পারেনইমেল করে পাঠানোর জন্য আপনাকে ব্লগারের মেইল এড্রেস এবং আপনার গোপন অক্ষর মিলিয়ে একটি মেইল তৈরি করতে হবে এবং সেটিতে পাঠাতে হবেপাঠানো মেইল পোস্ট পাওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করা(Publish emails immediately) বা ড্রাফট(Save emails as draft posts) হিসেবে সংরক্ষণ করা এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেনমোবাইল এর মাধ্যমে কিভাবে পোস্ট পাঠানো যায় তা আপনারা অভিজ্ঞ হয়ে উঠলে বুঝতে পারবেন

OpenID:

 

OpenID হল মুলত একটি গ্লোবাল রিকোগ্নাইজ আইডিঅর্থা ওপেন আইডি ব্যবহার কারীরা ওপেনআইডি সাপোর্ট করে এমন সাইটসমুহে একই নাম বা একই ইমেল দিয়ে নিবন্ধিত হতে পারেএটা অনেকটা গ্রাভাটার এর মতোআপনি OpenID তে যে মেইল এড্রেস বা ব্যাক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন করবেন সেই একই তথ্য কোনো OpenID সাপোর্টেড সাইটে ওই ইমেইল দিয়ে লগিন করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্যসমুহ নিয়ে নিবে অর্থা আপনাকে কোনো প্রোফাইল তৈরি করতে হবেনাযেমন আপনার ব্লগার আইডিটিও OpenID কোনো OpenID  এনাবল সাইটে রেজিস্ট্রেশান করার সময় এই URL ব্যবহার করলে আপনার ব্লগার প্রোফাইলের তথ্যসমুহ ওই সাইটে শেয়ার করতে পারবেন
OpenID 
সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন

Permission:


আপনার ব্লগে আরো লেখক যোগ করতে Blog Author এর জায়গায় ADD AUTHORS এ ক্লিক করে লেখকদের ইমেইল করে আমন্ত্রন জানাতে পারেনএকের বেশীকে পাঠাতে চাইলে পাশাপাশি কমা চিহ্ন(,) ব্যবহার করুন
এছাড়া আপনার ব্লগের পাঠক ঠিক করে দিতে পারেন Blog Reader অপশানের সাহায্যেযে কাউকে দেখাতে Anybody এবং আপনার পছন্দকৃত পাঠককে দেখাতে Only People I choose এ ক্লিক করুনশুধুমাত্র ব্লগের লেখকদের জন্য প্রদর্শন করতে চাইলে Only Blog Author ক্লিক করুন
লিখতে লিখতে হাত ব্যাথা হয়ে গেসেআজ এটুকুইআগামী পর্বে আমরা Design মেনুতে অন্তর্গত টেম্পলেট ডিজাইন সম্পর্কে আলোচনা করব




Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD WEB DESIGN BANGLA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger