সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশাকরি সকলে ভালো আছেন। আমরা বিভিন্ন প্লাটফর্মে ব্লগিং করি যেমন, ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, জুমলা, ব্লগ.কম এবং ব্লগার। আর এইব্লগারএ ব্লগিং করতে খুব ভালো লাগে কারণ কয়েক ক্লিকেই এই ব্লগকে আকর্ষনীয় করা যায়, এবং প্রচুর ভিজিটর হলে এখানে এডসেন্স ও পাওয়া যায়। আর এডসেন্স পেতে গেলে আরও যে কাজ টি করতে হয় তা হল এস, ই, ও আর এস,ই,ও করার প্রথম ধাপ হল মেটা ট্যাগ বসানো আজ আমি দেখাবে কিভাবে আপনার ব্লগার ব্লগে মেটা ট্যাগ বসাবেন। নিচের দিকে লক্ষ্য করুন:
১. প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট এ লগিন করুন।
২. মেনু থেকে Design নির্বাচন করুন এবং এরপর Edit HTML সিলেক্ট করুন
৩. যেকোন কিছু পরিবর্তন করার পূর্বে অবশ্যই টেম্পলেটটি ডাউনলোড করে ব্যাক আপ রাখুন।
৪. তারপর Expand Widget Templates বক্সটিতে টিক দিয়ে কাজ শুরু করুন।
৫. টেমপ্লেট এর কোড এর ভেতর নিচের লাইন টি খুজে বের করুন।
<head>
<b:include data=’blog’ name=’all-head-content’/>
<title><data:blog.pageTitle/></title>
৬. এই কোডটির ঠিক নিচে নিম্নের এই মেটা কোড টি বসিয়ে দিন।
<b:if cond=’data:blog.url == data:blog.homepageUrl’>
<meta content=’Enteryour blog description here’ name=’description’/>
<meta content=’Enter your blog keywords here(separated by commas)’
name=’keywords’/>
</b:if>
৭. ’Enteryour blog description here’ এই অংশে কমার ভিতরে আপনার ব্লগ এর একটি ভাল বর্ণনা দিন যাতে ভিসিটররা বুঝতে পারে এই ব্লগটির বিষয় বস্তু কি? আর এই অংশটি অবশ্যই ১৫০ অক্ষরের মধ্যে হবে, এর বেশি যাতে না হয়।
৮. ’Enter your blog keywords here(separated by commas)’ এই অংশে আপনার ব্লগ এর গুরুত্বপূর্ণ কী-ওয়ার্ড গুলো কমা দিয়ে লিখুন অবশ্যই ২০০ অক্ষরের মধ্যে।
টেম্পলেটটি সেভ করে নিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
+ comments + 1 comments
vaia hocce nato
" Error parsing XML, line 23, column 12: Open quote is expected for attribute "{1}" associated with an element type "cond". " ei lekhata astese
Post a Comment