ব্লগ শব্দটি এসেছে weblog (ওয়েব-লগ) থেকে । অর্থাৎ এটি এক ধরনের ডায়েরী যা লেখা হয় অনলাইনে । ডায়েরী থেকে এর মূল পার্থক্য, এটি পড়তে পারে সবাই । তবে ব্লগ শুধু অনলাইন ডায়েরীতেই সীমাবদ্ধ রয়ে যায়নি । হয়ে উঠেছে এক ধরনের সংবাদ মাধ্যম । কমিউনিটি ব্লগগুলো সামাজিক আলোচনার স্থানে পরিগনিত হয় ।
কেন ব্লগিং করবেন?
ব্লগিং করার ব্যাক্তিগত অনেক কারন থাকতে পারে । এদের মধ্যে যে কারনে সবচেয়ে বেশী লোক ব্লগিং করে তাহলো অর্থ উপার্জন । অনলাইনে আয়ের ক্ষেত্রে ব্লগিংই সবচেয়ে নির্ভরযোগ্য উপায় । বিশ্বের হাজার-হাজার ব্লগার শুধু ব্লগিং করেই জীবনযাপন করছেন । তাও আবার যেনতেনভাবে নয়, অতি স্বছলভাবে । তাছাড়া নিজের পন্যের বাজার সৃষ্টি করতে কিংবা শখের বশেও ব্লগিং করতে পারেন ।
কিভাবে শুরু করবেন:
ব্লগিংয়ের জন্য অনেক ধরনের প্লাটফরম আছে । তার মধ্যে গুগলের ব্লগার(ব্লগস্পট) এবং Automattic এর ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেশী জনপ্রিয় ।
ব্লগার: এটি ব্যবহার করলে হোস্টিংয়ের কোন চিন্তা থাকবে না । সাথে ফ্রি সাবডোমেইন । প্রতিষ্ঠিত অনেক ব্লগের শুরুই ব্লগাস্পটে হয়েছে । নতুনের জন্য এটি আর্দশ ।
Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Post a Comment