ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন ( ফ্রি ইউজারদের জন্য )


কে বা না চায় নিজের একটি সাইট হউক, আমি নিজে অনেক কষ্টে নিজের একটি সাইট করেছিলাম। আমি যা শিখেছি তা ধারাবাহিক ভাবে আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে ফ্রি সাইট বানানো নিয়ে আলোচনা করব। সাইট বানানোর জন্য বিভিন্ন সিএমএস পাওয়া যায় যেমন: ওয়ার্ডপ্রেস , জুমলা, দ্রুপাল ইত্যাদি। সিএমএস হল (Content Management System ) এর মাধ্যমে খুব সহজে সাইট বানানো যায় এবং এর মাধ্যমে সাইটের কন্টেন্ট নিয়ন্ত্রন করা যায়। আমি এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করব।
ফ্রি সাইট বানানোর প্রজেক্ট কয়েকটি ধাপে সম্পন্ন হবে, নিচে ধাপগুলো দেওয়া হলোঃ
  • ফ্রি ডোমেইন
  • ফ্রি হোস্টিং
  • ওয়ার্ডপ্রেস ইন্সটল
আপনার অবশ্যই একটি ইমেইল আইডি থাকতে হবে
বি:দ্র: এই ইমেইল আইডি ব্লগ তৈরীর ক্ষেত্রে ব্যবহার হবে,অথবা নতুন একটি আইডি ব্যবহার করতে পারেন
এখন আমরা একটি Free Domain খুলবো।

Domain কি?

Domain হল আপনার সাইটের/ব্লগের নাম বা এড্রেস যেমন: www.google.com এখানে google হল ডোমেইন নাম আর .com হল এক্সটেনশন। অনেক রকম এক্সটেনশন আছে যেমন: .net, .info, .org , এই নামেই সারা বিশ্বে আপনার সাইটটি/ব্লগটি পরিচিত হবে।
আমরা মুলত এখন একটি Free Domain খুলবো , Free Domain বিভিন্ন জায়গা থেকে খোলা যায় , যেমনঃ dot.tk / co.cc / nice.cz.cc
আমরা এখন http://www.nic.cz.cc  তে খুলব কারন এটির মেয়াদ দুই বছর আমার দেখা মতে এটিই সবচেয়ে ভালো।
বিঃদ্রঃ এক পিসি থেকে একটার বেশী এ্যাকাউন্ট খুলবেন না , কারন তাহলে আগের আইডি ব্যান করে দিবে , আরেকটা কখা এই লিংক থেকে সবাই ডোমেইন খুলতে পারে না আইপি এর জন্য , খুলতে না পারলে এই লিংক খেকে খুলতে পারেন http://www.co.cc  দুইটা সাইটের ডোমেইন তৈরী করার ধাপ প্রায় একই আমি এথানে http://nic.cz.cc  এর বর্ণনা দিলাম

(১) Free Domain:

* প্রথমে এই সাইটে যান http://www.nic.cz.cc 
cz.cc
তারপর আপনার পছন্দের একটি নাম দিয়ে Check Availability ( সার্চ) দিন ,এখন যদি এ নামে আগে কোন Domain খোলা না থাকে তাহলে Available আসবে আর যদি খোলা থাকে তাহলে Available দেখা যাবে না আবার আরেক নাম দিতে হবে Free Domain এর। যাইহোক Availabe দেখা গেলে Domain Option থেকে (Register 2 years $ 00.oo) এ ক্লিক করে Checkout ক্লিক করতে হবে।
এখানে Registration form আসবে
এখানে আপনার
3
  • User Name (এ আপনার পছন্দের নাম দিন)
  • Password (এ আপনার পছন্দের পাসওয়ার্ড দিন)
  • Repeat Password (এ আপনার পছন্দের পাসওয়ার্ড দিন)
  • Full Name (এ আপনার পুরা নাম দিন)
  • Street / Number (এ আপনার এলাকার নাম দিন অথবা ঘ/অ লিখে দিন)
  • City (এ আপনার শহরের নাম দিন)
  • Postal Code (এ আপনার পোষ্টাল নাম্বার দিন)
  • Country (এ আপনার দেশের নাম দিন)
  • Email (এ আপনার ইমেইল দিন)
  • Varify Code (এ ইমেজে যা আসবে তা এখানে দিন)
এগুলো করা হয়ে গেলে Creat Account এ ক্লিক করুন
আপনার মেইলে একটি কনফারমেশন মেসেজ যাবে সেখানে এ্যাক্টিভিশন কোড যাবে , কোডটুকু কপি করুন , মেসেজের লিংকে ক্লিক করে কনফার্মেশন কোড চাইবে কপি করা কোডটুকু বসিয়ে দিন , ওকে করুন।
* তারপর আপনার User Name / Email আর Password দিয়ে লগিন করুন ,
এখান থেকে My Domain এ যান
4
দেখুন সেখানে আপনার পছন্দকৃত নামের Domain নাম দেখা যাবে তার নিচে Manage এ যান
সেখান থেকে Name Server এ যান ,
5
তারপর বক্সগুলোতে নিচের কোডটি বসান (ডি এন এস সার্ভার)
  • ns1.byet.org
  • ns2.byet.org
6
[বিঃদ্রঃ Name Server সাধারনত ২ টি বক্স থাকে , আরো ৩ টি বক্স নিন , বক্স নিতে Add More এ ক্লিক করুন]
7
তারপর এই কোড গুলো বসান
  • ns3.byet.org
  • ns4.byet.org
  • ns5.byet.org
এগুলো করা হয়ে গেলে Update এ ক্লিক করুন।
!!!!!আপাতত Domain খোলার কাজ শেষ!!!!!
এখন আমরা একটি Free Hosting খুলবো।

Hosting কি?

Hosting হলো আপনার সাইটের যাবতীয় কন্টেন্ট , মেইল এ্যাকাউন্ট , ব্যান্ডউইথ , সাবডোমেইন , সি প্যানেল যেখানে থাকবে।
আমরা মুলত এখন একটি Free Hosting খুলবো , Free Hosting বিভিন্ন জায়গা থেকে খোলা যায় , যেমনঃ freehostia.com / byethost.com আমরা এখন byethost.com তে খুলব কারন আমার দেখা মতে এটিই সবচেয়ে ভালো।

(২) Free Hosting:

* প্রথমে এই সাইটে যান http://byethost.com/free-hosting/news
এখানে Registration form আসবে এখানে আপনার
h8
  • User Name (এ আপনার পছন্দের নাম দিন)
  • Password (এ আপনার পছন্দের পাসওয়ার্ড দিন , ৬ অক্ষরের মধ্যে)
  • Email (এ আপনার ইমেইল দিন)
  • Site Category তে Personal
  • Languages এ English
  • Security Code এ Security Code দিয়ে Registration করুন
  • [বিঃদ্রঃ এখানে শুধুমাত্র জিমেইল দিয়ে এ্যাকাউন্ট খুলুন]
  • ক্যাপচা চাইবে ,ক্যাপচা দিন (ক্যাপচা হলো ভ্যারিফিকেশন কোড)
আপনার মেইলে একটি কনফারমেশন মেসেজ যাবে , মেসেজের লিংকে ক্লিক করতে হবে , ক্যাপচা আবার চাইবে , ক্যাপচা দিন।, এখানে একটি টেবিল আসবে সেখানে আপনার হোষ্টিং এর তথ্য থাকবে
  • Cpanel URL : http://panel.byethost.com
  • Cpanel Username : defaultid
  • Cpanel Password : ********
  • MySQL Hostname: sql107.byethost13.com
  • MySQL Username : defaultid
  • MySQL Password : ********
  • FTP Server: ftp.byethost13.com
  • FTP Username : defaultid
  • FTP Password : ********
এরকম ,তার নিচে থাকবে Download Full Settings সেখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে সংরক্ষন করে রাখতে হবে।

Server এ Domain যুক্ত করাঃ

প্রথমে http://panel.byethost.com এই সাইটে যান ,
তারপর আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
h9
Addon Domain এ যান , সেখানে আপনার Domain টি বসিয়ে দিন , যেমন আপনার Domain টি যদি হয় http://www.rm2334.cz.cc এরকম , তাহলে বসাতে হবে rm2334cz.cc তারপর Add Domain এ ক্লিক করুন ব্যাস হয়ে গেলো নিজস্ব সার্ভারে Domain যুক্ত করা ,
hh1
এরপর WordPress CMS Content টি Install করতে হবে।

WordPress Install:

WordPress Install ফ্রি ব্লগের জন্য দুই ভাবে করা যায়
একটি Automatic Script Install আর একটি সার্ভারে WordPress CMS Content আপলোড করে Install করা।
এখানে দুইভাবেই দেয়া হলোঃ

* পদ্ধতি এক (Automatic Script Install):

এইভাবে করার জন্য http://panel.byethost.com এই সাইটে যান , তারপর আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
iVista-Easy script installation এ তে যান ,
hh1
এখান থেকে আপনার Domain টি সিলেক্ট করুন।
তারপর Proceed এ ক্লিক করুন।
hh22
দেখুন এখানে অনেকগুলো সি,এম,এস কন্টেন্ট শো করছে যেমনঃ Drupal , Joomla , phbb , Classifieds Ads , WordPress ইত্যাদি। আমরা এখান থেকে WordPress ইনস্টল করব। এখন দেখুন WordPress এর ডান পাশে Install Now আছে ,Install Now ক্লিক করুন ।
hh44
এখন পরবর্তী পেজে ( / ) এই চিহ্নটি দেখাচ্ছে , এই চিহ্নটি দ্বারা বুঝানো হচ্ছে ওয়ার্ডপ্রেসটি কোন রুটে ইনস্টল হবে রুট বলতে মেইন ঠিকানায় , আর যদি মনে করেন এই রুটে না হয়ে /bn রুটে হবে তাহলে এ ক্ষেত্রে আপনার ব্লগ ঠিকানা হবে rm2334.cz.cc/bn এরকম।
hh55
এই ভাবে একই ঠিকানায় রুট পরিবর্তন করে আরেকটি WordPress বা অনান্য কন্টেন্ট ব্যবহার করা যাবে। রুট দেওয়ার পর Complete Install এ ক্লিক করতে হবে। এখন আপনার WordPress Blog লিংক , Blog Admin লিংক , User Name শো করবে আর Password টি Hosting এ যে Password ব্যবহার করা হয়েছিল সেই Password ওই ব্যবহৃত হবে। ব্যস হয়ে গেল পদ্ধতি এক সয়ংক্রিয়ভাবে ইনস্টল।
hh77
এই তথ্যটি সংরক্ষন করে রাখুন।
Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD WEB DESIGN BANGLA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger