আসসালামু আলাইকুম। আশা করি টেকটিউন্সের সাথে কোন না কোন ভাবে যুক্ত সকল ব্যক্তিই ভাল আছেন। আজ আপনাদের আমি দেখাব কিভাবে একটি সাধারণ ফেসবুক লাইক বক্স উইডগেটকে অসাধারণ করা যায়। যে উইডগেট টি আপনারা আপনাদের ব্লগে বা ওয়েব সাইটে যুক্ত করতে পারবেন।
Live Demo
প্রথম পর্যায়ঃ
তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাকে আপনার কাংখিত ফেসবুক পেজটির ID যোগার করতে হবে। এজন্য আপনাকে যেতে হবেএই লিঙ্ক
এই লিঙ্কে গেলে আপনি ওয়েব পেজে এই বক্সটি দেখতে পাবেন । এবার এই বাক্সটির Enter Your Facebook Username এর জায়গায় আপনার ফেসবুক পেজের Username লিখুন। এরপর Get Details এ ক্লিক করুন। এবার নতুন একটি উইন্ডো খুলবে যেখানে আপনি আপনার ফেসবুক পেজের ID পাবেন।
দ্বিতীয় পর্যায়ঃ
- আপনার ব্লগার একাউন্টে লগ ইন করুন।
- এবার Layout Option সিলেক্ট করুন।
- এবার Add A Gadget এ ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে।
- এবার Html/JavaScript এ ক্লিক করুন।
- এবার নিচের কোড টূকু কপি করে Content Box এ পেস্ট করুনঃ
1
| < iframe src = "<a href=" http://www.connect.facebook.com/widgets/fan.php? channel_url = http ://probloggingtools.com/? fbc_channel = 2 & id = 285964218143147 & name = PBT & width = 297 & connections = 10 & stream = 0 & logobar = 0 & css = http ://probloggingtools.googlecode.com/files/facebook-like-Box-style.css"" onclick = "javascript:_gaq.push(['_trackEvent','outbound-article','']);" rel = "nofollow" >http://www.connect.facebook.com/widgets/fan.php?channel_url=http://probloggingtools.com/?fbc_channel=2&id=285964218143147&name=PBT&width=297&connections=10&stream=0&logobar=0&css=http://probloggingtools.googlecode.com/files/facebook-like-Box-style.css"</ a >; height="300" frameborder="0"> </ iframe > |
- এবার লাল রঙের এই 285964218143147 টা Delete করে
- আপনার পেজের ID নাম্বার টা এখানে পেস্ট করুন । এবার Save বাটনে ক্লিক করুন ।
Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Post a Comment