লোকাল কম্পিউটারে জুমলা সেটআপ


লোকাল কম্পিউটারে জুমলা সেটআপ

ওয়েব সার্ভারে জুমলা ব্যবহারের পাশাপাশি কম্পিউটারের লোকাল ফোল্ডারে সেটআপ দিয়েও ব্যবহার করা যায়। এই পর্যায়ে ম্যানুয়ালী ডাটাবেজ তৈরী করে লোকাল কম্পিউটারে জুমলা সেটআপ দেওয়ার প্রক্রিয়া বর্ণনা করা হল। প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে লোকাল কম্পিউটারে জুমলা ব্যবহারের জন্য কম্পিউটারকে ওয়েব সার্ভারে পরিণত করতে হবে। বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে এই কাজটা সম্পন্ন করা যায়, যেমন – Xampp বা Wamp ইত্যাদি। Xampp ডাউনলোড করতে পারবেন এখানে অথবা Wamp ডাউনলোড করতে পারবেন এখানে। আমি এখানে Xampp ব্যবহার করে টিউটোরিয়ালটি লিখেছি। আর যেকোন সাধারন সফটওয়্যারের মত Xampp ইনস্টল করতে পারবেন। এক্ষেত্রে ইনস্টলের সময় “Install Apache as service” এবং “Install My Sql as service” নামক রেডিও বাটনে চেক করে নিবেন। ইনস্টল শেষ হয়ে গেলে Xampp Control Panel থেকে Apache এবং My Sql চালু করলেই আপনার কম্পিউটারটি ওয়েব সার্ভারে পরিণত হয়ে যাবে অর্থাৎ এখানে আপনি ওয়েব সার্ভারের কাজ করতে পারবেন। Wamp ইনস্টলের প্রক্রিয়াও সাধারন সফটওয়্যারের মতই। এখন জুমলা সেটআপ প্রক্রিয়া শুরু করা যাবে। ১) প্রথমেই জুমলার সর্বশেষ সংষ্করন ডাউনলোড করে নিতে হবে। টিউটোরিয়ালটি তৈরী করা হয়েছে জুমলা ২.৫ এর উপর। তবে জুমলার অধিকাংশ সংষ্করনের ব্যবহারের প্রক্রিয়া একই হওয়ায় অন্যান্য সংষ্করনের ক্ষেত্রে আশা করা যায় কোন সমস্যা হবে না। জুমলা ডাউনলোড করুন এখান থেকে।২) ডাউনলোড করার পর জিপ ফাইলটি একটি ফোল্ডারে আনজিপ করে নিন। এখন যেখানে Xampp ইনস্টল করেছেন সেখানে htdocs নামক ফোল্ডার পাবেন। আনজিপ করা ফোল্ডারটি কপি করে htdocs ফোল্ডারের ভেতর পেস্ট করুন। এরপর পেস্ট করা ফোল্ডারটির নাম পরিবর্তন করে আপনার পছন্দ অনুযায়ী নাম দিন। এই নামের উপর ভিত্তি করে জুমলার সাইট এড্রেস হবে। উদাহরনস্বরূপ আমি ফোল্ডারের নাম দিয়েছি “test-joomla” এখন আমার সাইটের এড্রেস হবে http://localhost/test-joomla৩) এখন ডাটাবেজ তৈরী করতে হবে। এরজন্য প্রথমে ব্রাউজার ওপেন করে এড্রেস বারে http://localhost লিখে এন্টার দিন। নিচের মত ওয়েব পেজ পাবেন। এখান থেকে “phpMyAdmin” এ ক্লিক করুন।৪) লোড হওয়া নতুন পেজ এ ডাটাবেজ এর নাম দিতে হবে যেই ডাটাবেজটি আপনি আপনার সাইটের জন্য ব্যবহার করবেন। উদাহরন স্বরূপ আমি নাম দিয়েছি “test joomla”। ডাটাবেজ এর নাম আপনার পছন্দ দিতে পারেন, এড্রেস এর সাথে এর মিল থাকার প্রয়োজন নেই। ডাটাবেজ তৈরী জন্য Create new database এ ডাটাবেজের নাম লিখে Create এ ক্লিক করুন।৫) ঠিকভাবে ডাটাবেজ তৈরী হলে নিচের মত নতুন পেজ লোড হবে।৬) ডাটাবেজ তৈরী শেষ হলে এখন জুমলা সেটআপ প্রক্রিয়া শুরু করব। এখন ব্রাউজারে জুমলা যেই এড্রেসে আছে তা লিখে এন্টার দিন। যেমন জুমলা যদি test-joomla নামক ফোল্ডারে থাকে তাহলে এড্রেস হবে http://localhost/test-joomla এন্টার দেয়ার পর নিচের মত ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। প্রথমেই যেই ভাষায় আপনাকে ইনস্টলেশনের নির্দেশনা দেয়া হবে সেই ভাষা সিলেক্ট করুন। এখানে বাংলা ভাষাও, ডিফল্ট ভাবে ইংরেজী ভাষা দেয়া আছে। ভাষা নির্বাচন করে Next ক্লিক করুন।৭) এখন জুমলা ইনস্টলের জন্য আপনাকে প্রয়োজনীয় সেটিংস দেখানো হবে। সবকিছু কিছু ঠিক থাকলে মোটামুটি নিচের মত দেখানো হবে। এরপর Next এ ক্লিক করুন।৮) এই পেজে জুমলা ব্যবহারের লাইসেন্স দেখানো হবে। আবার Next ক্লিক করুন।৯) নতুন পেজে তৈরী করা ডাটাবেজের তথ্য প্রদান করতে হবে।এখানে Database Type হবে Mysqli, Host name হবে localhost। তৈরীকৃত ডাটাবেজের ডিফল্ট ভাবে Username হয় “root”, কোন পাসওয়ার্ড থাকে না, সেজন্য Username এ ‘root’ টাইপ করুন এবং Password অংশ খালি রাখুন। আপনি যেই নামে ডাটাবেজ তৈরী করেছেন সেই নামটি Database Name এ দিন। এরপর আর কিছু পরিবর্তন করতে হবে না। পরবর্তী ধাপে যাবার জন্য Next ক্লিক করুন।১১) এই এফটিপি কনফিগার করার জন্য বলা হবে। লোকাল কম্পিউটারে ব্যবহারের জন্য এটি তেমন প্রয়োজনীয় নয় তাই কোন কিছু পরিবর্তন না করে Next এ ক্লিক করুন।১১) এই এফটিপি কনফিগার করার জন্য বলা হবে। লোকাল কম্পিউটারে ব্যবহারের জন্য এটি তেমন প্রয়োজনীয় নয় তাই কোন কিছু পরিবর্তন না করে Next এ ক্লিক করুন।১২) নতুন লোড হওয়া পেজে ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য প্রদান করতে হবে।এখানে Site Name এ আপনি যেই ওয়েবসাইট তৈরী করবেন সেই ওয়েবসাইটের নাম দিতে হবে। উল্লেখ্য যে “Advanced Setting – Optional” অংশে ক্লিক করলে সাইটের জন্য মেটা কীওয়ার্ড এবং মেটা ডেসক্রিপশন যোগ করতে পারবেন যা এসইও এর জন্য সহায়ক। Your Email এ আপনার যেকোন একটি ইমেইল এড্রেস দিন। সাইট পরিচালনার জন্য এডমিনিস্ট্রেটরের ইউজারনেম দিন Admin Username অংশে এবং পাসওয়ার্ড দিন Admin Password এ। Confirm Admin Password অংশে আবার পাসওয়ার্ডটি টাইপ করুন। লক্ষ্য করুন নিচের দিকে “Install Sample Data” নামক বাটন আছে। এই বাটনে ক্লিক করলে সাইটে আপনা আপনি নমূনাস্বরূপ কিছু ডামি কন্টেন্ট যোগ হবে যা আপনার বোঝার জন্য সহায়ক হতে পারে। আপনি ইচ্ছা করলে বাটনে ক্লিক করে সেম্পল কন্টেন্ট যোগ করতে পারেন অথবা এই অংশটি বাদ দিতে পারে তাহলে সাইটে নিজ থেকে কিছু যোগ হবে না। আমি এই অংশ বাদ দিয়ে যাচ্ছি। এখন Next এ ক্লিক করুন।১৩) জুমলা ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে সাইটে প্রবেশের পূর্বে নিরাপত্তা বজায় রাখার উদ্দ্যেশে একটি কাজ করতে হবে। তা হচ্ছে জুমলার ফাইলগুলো যেই ফোল্ডারে রাখা হয়েছে সেখানে “Installation” নামক একটি ফোল্ডার আছে তা ডিলেট করে ফেলতে হবে। এখানে আপনি “Remove installation folder” এ ক্লিক করেই এই কাজটি করতে পারেন। তবে পূর্ববর্তী সংষ্করনের ক্ষেত্রে এই কাজটি ম্যানুয়ালী করতে হবে। ডিলেট করা হয়ে গেলে জুমলা সেটআপের সব কাজ শেষ যাবে। এখন আপনি “Site” বাটনে ক্লিক করলে আপনার তৈরীকৃত সাইটটি পরিদর্শন করতে পারেন অথবা “Administrator” বাটনে ক্লিক করে সরাসরি সাইট পরিচালনার জন্য ব্যাকএন্ড অর্থাৎ এডমিনিস্ট্রেশন অংশে যেতে পারেন।

Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD WEB DESIGN BANGLA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger