ব্লগার.com এ ব্লগ খোলার প্রক্রিয়া
টেক জায়ান্ট Google-এর ব্লগিং প্লাটফরম Blogger.com । এখানে একটি Google একাউন্ট দিয়ে অসংখ্যা ব্লগ তৈরী করা যায় । এর বিশেষ সুবিধা হচ্ছে ব্লগ থেকে আয়ের যে কোন পদ্ধতি এতে ব্যবহার করা যায় । যেহেতু এটি Google এর সার্ভিস তাই এর মানও সেই রকমেরই । এতে আপনার ব্লগের ঠিকানা হবে এরুপ: http;// ourwebdesign1.blogspot.com ।যাই হোক কথা না বড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনাকে www.blogger.com এ প্রকবশ করতে হবে।
ছবি মত একটি পেজ ওপেন হবে।
Email অংশে আপনার । Gmail ঠিকানা টি লিখুন।
Password এর ঘরে Password দিন।
এর পর Sign in লেখায় ক্লিক করুন।
নিচের পেজে মত একটি পাতা অপেন হবে।
এর পর New Blog বাটনে ক্লিক করুন।
নিচের পাতার মত একটি পেজ ওপেন হবে।
এভার Blogs List › Create a new blog লেখার পরে
Title টাইটেল দিনএর ঘরে আপনার ব্লগের
Address এর ঘরে আপনার ব্লগের ঠিকানা দিন।
যেমন: www.shamimcomputer.blogspot.com
এর পর Template এ গিয়ে যেকোন একটি Template সিলেক্ট করুন।
Create blog লেখার ক্লিক করুন
আপনার ব্লগটি তৈরী হয়ে গেল।
Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Post a Comment