জুমলা টিউটোরিয়াল-০২ (জুমলাকে বাংলা করা)


আগের পর্বটি না পড়লে এখনই এখান থেকে একবার পড়ে নিন
জুমলাতে ডিফল্টভাবে ইংরেজি থাকে। আপনি চাইলে জুমলাকে বাংলাতে রূপ দিতে পারেন। বাংলা ইনষ্টল দেওয়া প্রধানত দুই প্রকার।
১। অ্যাডমিন প্যানেলে বাংলা ইনষ্টল
২। মূল সাইটে বাংলা ইনষ্টল

১। অ্যাডমিন প্যানেলে বাংলা ইনষ্টলঃ অ্যাডমিন প্যানেলে ইংরেজির বদলে বাংলা ব্যবহার করতে চাইলে ইনষ্টল করতে পারেন। তবে এটিতে মূল সাইটে কোন পরিবর্তন হবে না।
ডাউনলোডঃ এখান থেকে অ্যাডমিন প্যানেলের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করুন।
ব্যবহার বিধিঃ ডাউনলোডকৃত জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন। ভেতরে দুটি ফোল্ডার ও index.html নামে একটি ফাইল পাবেন। তারপর আপনার এফটিপি সফটওয়ার দ্বারা আপনার হোস্টিং এ লগইন করুন। তারপর আপনার সাইট এর /htdocs/administrator/language লোকেশনে যান। তারপর সেখানে bn-BD এবং index.html ড্র্যাগ করে ছেড়ে দিন। তাহলে আপলোড হবে। তারপর আপলোড শেষ হয়ে গেলে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলের Extensions>Language Manager এ যান। তারপর administrator ক্লিক করুন এখানে নিচের চিত্রের মত দেখাবে
1805 joomla tutorial 6 জুমলা টিউটোরিয়াল ০২ (জুমলাকে বাংলা করা) | Techtunes
এখানে চিহ্নিত স্থানে ক্লিক করে ডান কোনার Default এ ক্লিক করুন
1805 joomla tutorial 7 জুমলা টিউটোরিয়াল ০২ (জুমলাকে বাংলা করা) | Techtunes
তাহলে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলে বাংলা সক্রিয় হবে
// ১। মূল সাইটে বাংলা ইনষ্টলঃ মূল সাইটে ইংরেজির বদলে বাংলা ব্যবহার করতে চাইলে ইনষ্টল করতে পারেন।
ডাউনলোডঃ এখান থেকে মূল সাইটের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করুন।
ব্যবহার বিধিঃ ডাউনলোড কৃত জিপ ফাইলটি এক্সট্রাক্ট করুন। ভেতরে তিনটি ফোল্ডার ও index.html নামে একটি ফাইল পাবেন। তারপর আপনার এফটিপি সফটওয়ার দ্বারা আপনার হোস্টিং এ লগইন করুন। তারপর আপনার সাইট এর /htdocs/language লোকেশনে যান। তারপর সেখানে bn-BD, pdf_fonts এবং index.html ড্র্যাগ করে ছেড়ে দিন। তাহলে আপলোড হবে। তারপর আপলোড শেষ হয়ে গেলে আপনার সাইটের অ্যাডমিন প্যানেলের Extensions>Language Manager এ যান। এখানে নিচের চিত্রের মত দেখাবে
1805 joomla tutorial 6 জুমলা টিউটোরিয়াল ০২ (জুমলাকে বাংলা করা) | Techtunes
এখানে চিহ্নিত স্থানে ক্লিক করে ডান কোনার Default এ ক্লিক করুন
1805 joomla tutorial 7 জুমলা টিউটোরিয়াল ০২ (জুমলাকে বাংলা করা) | Techtunes
ব্যাস। হয়ে গেল। তারপর আপনার সাইট ভিজিট করে দেখুন সব বাংলা দেখাচ্ছে।
কপি পেষ্ট ফ্রম হেয়ার


Read more: http://techtunes.com.bd/web-design/tune-id/17365/#ixzz1LrAwtYZ8
Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD WEB DESIGN BANGLA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger