নিজস্ব ডোমেইনে 'বিস্তারিত পড়ুন' হ্যাক স্থাপন

নিজস্ব ডোমেইনে 'বিস্তারিত পড়ুন' হ্যাক স্থাপন


আমরা ব্লগারের ব্লগে খুব সহজে পোস্টের শেষে "বিস্তারিত পড়ুন" হটলিংক স্থাপন করার পদ্ধতি আগেই শিখেছি। এটা বেশ জনপ্রিয় একটি ব্লগার হ্যাক। ব্লগার.কম এর ফ্রি ব্লগে এই কোডটি খুব ভালভাবে কাজ করে। কিন্তু আপনি যদি Dot.tk কিংবা Co.cc থেকে কোন ডোমেইন নেন, তাহলে এই কোডটি সঠিকভাবে কাজ করবে না। আমার কোন কোন পাঠক এ বিষয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের সবার সুবিধার্থে আমি পরিবর্তিত কোডটি আজ প্রকাশ করলাম।

উপরের লিংকটিদে দেয়া পদ্ধতি অনুযায়ী blogger.com এর Dashboard এ আমাদেরকে দুইটি কোড বসাতে হয়। যে কোডটি </head> এর ঠিক উপরে বসাতে হয়, আমরা কাজ করবো ঠিক সেই জায়গায়।
  • যথারীতি গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে ব্লগার.কম এর ড্যাশবোর্ডে চলে যান।
  • সেখানে Layout> HTML অংশের </head> লেখার ঠিক উপরে নিচের কোডটুকু বসানো আছে।
  • <script src='http://sites.google.com/site/banglahacks/tools/post-summary.js' type='text/javascript'/>
    <script type='text/javascript'>
    var thumbnail_mode = "float" ;
    summary_noimg = 250;
    summary_img = 250;
    img_thumb_height = 120;
    img_thumb_width = 120;
    </script>
  • এই কোডটুকু সম্পূর্ণ মুছে দিন। এবং এখানে নিচের কোডটুকু স্থাপন করুন।
  • <script type='text/javascript'> var thumbnail_mode = "no-float" ; summary_noimg = 250; summary_img = 250; img_thumb_height = 120; img_thumb_width = 120; </script>
    <script type='text/javascript'>
    //<![CDATA[
    function removeHtmlTag(strx,chop){
    if(strx.indexOf("<")!=-1)
    {
    var s = strx.split("<");
    for(var i=0;i<s.length;i++){
    if(s[i].indexOf(">")!=-1){
    s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);
    }
    }
    strx = s.join("");
    }
    chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;
    while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;
    strx = strx.substring(0,chop-1);
    return strx+'...';
    }


    function createSummaryAndThumb(pID){
    var div = document.getElementById(pID);
    var imgtag = "";
    var img = div.getElementsByTagName("img");
    var summ = summary_noimg;
    if(img.length>=1) {
    imgtag = '<span style="float:left; padding:0px 10px 5px 0px;"><img src="'+img[0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
    summ = summary_img;
    }


    var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
    div.innerHTML = summary;
    }


    //]]>
    </script>
  • সেভ করুন। একবার প্রিভিউ দেখে নিতে ভুলবেন না যেন।
উল্লেখ্য যে এই হ্যাকটি 'বিস্তারিত পড়ুন' সারাংশের ঠিক বামে থাম্বনেইল ছবি দেখানোপোস্টটির মত করে ব্লগপোস্ট সারাংশের উপরে নয় ঠিক বামপাশে ছবির থাম্বনেইল দেখাবে।

যদি ব্লগে থাকা কোডটি কোন সমস্যা করে, তা থেকে সমাধানের জন্য নতুন কোডটি ডাউনলোডের জন্য আপলোড করে রেখে দিয়েছি।
এখানে ক্লিক করে জিপ ফাইলের ভেতর রাখা কোন সম্বলিত টেক্সট ফাইলটি ডাউনলোড করুন।
Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD WEB DESIGN BANGLA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger