শুরু করুন আপনার ওয়েব তৈরি--------পর্ব-৭ (পর্ব-৭: টেমপ্লেট ডিজাইন)


আপনার ব্লগের জন্য পছন্দমত টেম্পলেট খোজার চেয়ে ব্লগারের এই সার্ভিস ব্যবহার করে নিজস্ব টেম্পলেট ডিজাইন করে তা ব্যবহার করতে পারেনএখানে আপনি আপনার ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড ইমেজ,কালার, ব্লগের দৈর্ঘ্য-প্রস্থ ইত্যাদি আপানার পছন্দানুযায়ী কাস্টোমাইজ করতে পারেনএটি করার জন্য প্রথমে Design অপশান থেকে Template Designer এ ক্লিক করুনপেজ লোডিং হতে কিছুক্ষণ সময় নিবেপেজটি ওপেন হলে নিচের মতো দেখা যাবে



এই পেজটির ঠিক নিচেই আপনার ব্লগের একটি প্রিভিউ দেখতে পাবেন যেটির সাহায্যে কি কি ব্যবহার করার ফলে ব্লগটি কিরকম দেখা যাবে সেটি বুঝতে পারবেনআসুন ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন অপশানের বিস্তারিত ব্যবহার দেখি

১. টেমপ্লেটস (Templates):

এখানে প্রাথমিকভাবে ৬ টি টেম্পলেট দেয়া আছেপ্রতিটির উপর মাউসের লেফট বাটন চাপলে প্রতিটির অভ্যন্তরে আরো কয়েকটি সাব-ডিজাইন দেখতে পাবেনএখান থেকে পছন্দানুযায়ী যে কোন একটি সিলেক্ট করুন যেটি পরবর্তীতে আমরা ডিজাইন করব

২.ব্যাকগ্রাউন্ড (Background):

 এখানে দেয়া বিভিন্ন কালারের থিম দিয়ে আপনার খসড়া তৈরি করা টেম্পলেটটি সাজাতে পারেনকালার নির্বাচন করার জন্য Main color theme এর উপর ক্লিক করুনএছাড়াও ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করতে চাইলে প্রথমে বর্তমান ইমেজটি মুছে ফেলুন বাম পাশে Background Image এর নিচে দেয়া Remove Image বাটনে ক্লিক করেএরপর খালি ইমেজ বক্সটির উপর ক্লিক করলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাবেনসেখান থেকে আপনার পছন্দানুযায়ী নির্বাচন করতে পারেন বা আপনার কাছে সংরক্ষিত কোনো ইমেজ দিতে চাইলে Upload Image এ ক্লিক করে ইমেজ সংরক্ষণের জায়গা নির্বাচন করে দিনইমেজ আপলোড শেষ হলে Done লেখাতে ক্লিক করুনএরপর আপনি পছন্দানুযায়ী Alignment এবং Tile ঠিক করে দিতে পারবেনব্যাকগ্রাউন্ডের ইমেজটি যদি ব্লগ পেইজ এর সাথে স্ক্রল না করাতে চান তাহলে Scroll with Page থেকে সিলেক্ট চিহ্ন টি উঠিয়ে নিনপ্রতিটি পরিবর্তন করার পরপরই নিচেই ব্লগের ডিজাইনের প্রিভিউ দেখতে পাবেন

















লে-আউট (Layout): 

আপনার ব্লগের Gadget এবং ব্লগপোস্ট সমুহের অবস্থান কিভাবে হবে সেটি এই অপশানের মাধ্যমে ডিজাইন করে নিতে পারেনঅর্থা আপনার ব্লগটির কয় কলাম বিশিষ্ট করতে চান এবং ডান বা বামে কয় কলাম চান সেটি এটির মাধ্যমে ডিজাইন করতে পারেন Body layout এ মোট আটটি এবং Footer layout এ তিনটি করে ডিজাইন পাবেনবডি লেয়াউট হচ্ছে ব্লগের মুল অংশ এবং ফুটার হচ্ছে একবারে নিচের অংশকোনটি বুজতে সমস্যা হলে নিচে প্রিভিউতে পরিবর্তনগুলো খেয়াল করলে বুজতে পারবেন

দৈর্ঘ্য পুনঃনির্ধারণ (Adjust widths):


 পুরো ব্লগের দৈর্ঘ্য কতটুকু হবে তা এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেনএছাড়া বাম বা ডান পাশের গেডযেটের আকার পছন্দানুযায়ী পরিবর্তন করে দিতে পারেন এই অপশানের মাধ্যমেআমি বডি লে-আউট এ একটি কলাম ব্যবহার করাতে উপরে দেয়া চিত্রে শুধুমাত্র Right sidebar দেখা যাচ্ছেআপনি বডি লেয়াউট এ যতটি কলাম ব্যবহার করবেন ঠিক ততটির আকার পরিবর্তন করতে পারবেন

এডভান্সড (Advanced)

এটি ব্লগারে দক্ষ ব্যবহারকারীদের জন্যএখান থেকে পছন্দানুযায়ী ব্লগটিকে ডিজাইন করতে পারবেনএখানে শেখানোর মতো কিছুই নেই পুরোটাই আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিতবু আমি সারসংক্ষেপে কিছুঅপশান বর্নণা করলামপ্রতিটি অপশানের উপর ক্লিক করলে নিচে প্রিভিউতে লাল কালারের ব্যাকগ্রাউন্ড দ্বারা সেই জায়গার অবস্থান দেখতে পাবেন
 1.    Page text - ব্লগের টাইটেল বা Description এর কালার,ফন্ট, বোল্ড এবং ইটালিক হবে কি সেটি নির্ধারণ করা
2.    Backgrounds - ব্লগের আউটার ব্যাকগ্রাউন্ড বা হেডারের পিছনের ব্যাকগ্রাউন্ড এবং পোস্ট এর পিছনের ব্যাকগ্রাউন্ড পছন্দানুয্যী পরিবর্তন করতে পারেবেন এই অপশানের সাহায্যে
বাকীসবগুলো প্রায় একইআপনি নিজেই এগুলোর ব্যবহার বুজবেননা বুঝলে নিচে প্রিভিউতে পর্যবেক্ষন করে ধীরে ধীরে এগুবেনএকবারে শেষেরটা Add CSS টি যারা CSS প্রোগ্রামিং জানে তাদের জন্য প্রযোজ্য
ডিজাইন শেষ করে একবারে উপরে Apply Blog এ ক্লিক করলে আপনার ব্লগটি এই ডিজাইনে পরিবর্তন হয়ে যাবেনতুন টেম্পেলেটে যাওয়ার পরে ব্লগের Gadget সমুহ উলট-পালট হয়ে যেতে পারেএতে চিন্তা করা কিছুই নেইএগুলোকে পুনরায় পুনঃবিন্যাস করা যাবে Design > Page Element এ গিয়েতবে নতুন ডিজাইন এ যাওয়ার আগে অবশ্যই আগে টেম্পলেট টি ডাউনলোড করে ব্যাকআপ রাখবেন
-ধন্যবাদ




Facebook Comments Plugin Bloggerized by BloggerTricks.Biz
Share this article :

+ comments + 2 comments

August 31, 2012 at 7:08 AM

nice article and helpful information http://bdcricketernews24.blogspot.com/

ভাই, পোস্টের জন্য ধন্যবাদ।

এটা একটা জরুরী পোস্ট। আমি আপনার সব পোস্ট পড়বো। মাত্র শুরু করলাম। আমার একটা ব্লগ আছে। http://fxbangla.blogspot.com/ আশা করি দেখবেন আর কোন পরামর্শ থাকলে জানাবেন।
আমি আপনার পোস্টগুলো পড়ে কাজে লাগাবো। আশা করি কোন সমাস্যায় পড়লে সাহায্য করবেন।

কৃতজ্ঞতায়
ফজলে রাব্বি।

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD WEB DESIGN BANGLA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger